আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি দুই যুবকের, গণপিটুনি গ্রামবাসীর, আইসিকেও হেনস্থা
২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে সিউড়ি এক নং ব্লকের মিনিস্টিল গ্রামে আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে প্রবেশ করে দুই যুবক । তাদের হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা । শুরু হয় গনপিটুনি । খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ ।
গ্রামে গিয়ে আগ্নেয়াস্ত্র বুলেট উদ্ধার করেছে পুলিশ । গণপিটুনিতে জখম দুষ্কৃতীদের উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ । সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দোপাধ্যায়ের ইউনিফর্মের কলার ধরে টেনে হেচরে হেনস্থা করা হয় । আত্মরক্ষার্থে পাল্টা ঘুসি চালায় আইসি । জখম দুস্কৃতীরা সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন ।
দুই গোষ্ঠীর জমি বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা বলে মনে করা হচ্ছে । রনক্ষেত্র হয়ে উঠে এলাকা । বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়েছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊