Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি দুই যুবকের, গণপিটুনি গ্রামবাসীর, আইসিকেও হেনস্থা

আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি দুই যুবকের, গণপিটুনি গ্রামবাসীর, আইসিকেও হেনস্থা

birbhum news


২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে সিউড়ি এক নং ব্লকের মিনিস্টিল গ্রামে আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে প্রবেশ করে দুই যুবক । তাদের হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা । শুরু হয় গনপিটুনি । খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ । 


গ্রামে গিয়ে আগ্নেয়াস্ত্র বুলেট উদ্ধার করেছে পুলিশ । গণপিটুনিতে জখম দুষ্কৃতীদের উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ । সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দোপাধ্যায়ের ইউনিফর্মের কলার ধরে টেনে হেচরে হেনস্থা করা হয় । আত্মরক্ষার্থে পাল্টা ঘুসি চালায় আইসি । জখম দুস্কৃতীরা সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন । 


দুই গোষ্ঠীর জমি বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা বলে মনে করা হচ্ছে । রনক্ষেত্র হয়ে উঠে এলাকা । বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code