বিদ্যালয় এর বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে দুষ্কৃতী তাণ্ডব!

mahakal hat high school


মঙ্গলবার শুরু হয়েছে মহাকালহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার দ্বিতীয় দিনের অনুষ্ঠান ছিল এই মঞ্চে আর এরই মাঝে একটি দুঃখজনক ঘটনার সাক্ষী থাকলো মহাকালহাট বাসী, জানা যায় মঙ্গলবার রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি অনুষ্ঠান মঞ্চের ব্যানার থেকে শুরু করে প্যান্ডেলের কাপড় সবকিছু ছিঁড়ে তছনছ করে দিয়ে যায়। 


স্থানীয় সূত্রে খবর গতকাল অনুষ্ঠান দিনের বেলাতে কাজ শেষ হয়ে গেলেও রাত্রি আনুমানিক নটা অবধি প্যান্ডেল অক্ষতই ছিল। মহাকাল হাট উচ্চ বিদ্যালয়ের স্থায়ী কমিটির সদস্য মুজাহিদ হোসেন বলেন গতকাল শুরু হয়েছিল এই অনুষ্ঠান আজকেও আছে দ্বিতীয় দিনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কিন্তু গতকাল রাতে কেউবা কাহারা অনুষ্ঠান মঞ্চে তাণ্ডব চালিয়ে ব্যানার থেকে শুরু করে প্যান্ডেলের কাপড় সবকিছু ছিড়ে দিয়ে গেছে। 



সকালবেলা ঘটনাটি জানতে পেরে বিদ্যালয়ের সভাপতি দীপক কুমার ভট্টাচার্যকে ঘটনাটি জানান এরপর খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানাতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে SI রাহুল ওরাওয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানা।