Winter Art Camp: বই গ্রামে অনুষ্ঠিত হচ্ছে রজত জয়ন্তী বর্ষ উইন্টার আর্ট ক্যাম্প
নর্থ বেঙ্গল আর্টিস্ট গ্রুপের উদ্যোগে ২৩ থেকে ২৮ ডিসেম্বর আলিপুরদুয়ার জেলার পানিঝোরা বই গ্রামে অনুষ্ঠিত হচ্ছে রজত জয়ন্তী বর্ষ উইন্টার আর্ট ক্যাম্প।
এই ক্যাম্পে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার এবং আসাম রাজ্যের শিল্পীসহ মোট ৪৩ জন অংশগ্রহণ করেছেন। সাত দিন ধরে প্রকৃতির বুকে, পাহাড়ের কোলে বসে প্রকৃতির রূপ তুলে ধরবেন ক্যানভাসে।
উইন্টার আর্ট ক্যাম্পের শুভ উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী অমিতাভ সেনগুপ্ত । উপস্থিত ছিলেন প্রমোদ নাথ বঙ্গ রত্ন ও লোকসংস্কৃতি গবেষক, ড: পার্থ সাহা, সম্পাদক বইগ্রাম, অভিষেক ব্যানার্জি প্রধান শিক্ষক পানিঝোরা এফবি প্রাথমিক বিদ্যালয় প্রমূখ।
চিত্র প্রদর্শনী,কর্মশালার পাশাপাশি ২৪ বছর ধরে ক্যাম্পে আসা চিত্রশিল্পীদের ছবি সম্বলিত ক্যাটালগ প্রকাশিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নর্থ বেঙ্গল আর্টিস্ট গ্রুপের ২৫তম উইন্টার আর্ট ক্যাম্পের সম্পাদক রথীন্দ্রনাথ সাহা ও গোপেশ দাস ।
চিত্রকর্মশালা তদরকি করেন উইন্টার আর্ট ক্যাম্পের সভাপতি বিমল দে সরকার। আগামী ২৭শে ডিসেম্বর ২০২৪ বইগ্রাম পানিঝোরায় দেওয়াল চিত্র অংকনের দায়িত্বভার গ্রহণ করেন চিত্রশিল্পী প্রসেনজিৎ দাস ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊