WBBSE Holiday List 2025: ছুটির তালিকা প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ


WBBSE Holiday List 2025



ছুটির তালিকা প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) । রাজ্যের সরকারি স্কুলগুলোতে ২০২৫ শিক্ষাবর্ষে কতদিন ছুটি থাকবে তার নমুনা তালিকা প্রকাশ করে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।


পর্ষদের তরফে জানানো হয়েছে, এবার গ্রীষ্মকালীন ছুটি (WBBSE Holiday List 2025) দেওয়া হবে ১১ দিন। ১২ মে থেকে এই ছুটি শুরু হবে। আবার দুর্গাপুজোর জন্য ছুটি দেওয়া হবে ২৫ দিন। চতুর্থী থেকে ভাইফোঁটার পরের দিন পর্যন্ত। ২৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই ছুটি থাকবে।



WBBSE Holiday List 2025: ছুটির তালিকা প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ


এছাড়াও ইংরেজি নতুন বছর, রবীন্দ্রজয়ন্তী, রথযাত্রা, রঘুনাথ মুর্মুর জন্মদিন, বকরি ঈদ, মহরম, স্বাধীনতা দিবস, রাখি উৎসব, জন্মাষ্টমী, ফতেয়া-দোয়াজ-দাহাম, গান্ধি জয়ন্তী, মহালয়া, বিরসা মুন্ডার জন্মদিন, ছটপুজো, গুরু নানকের জন্মদিন, বড়দিন উপলক্ষ্যে একদিন করে ছুটি পাবে পড়ুয়ারা।


WBBSE Holiday List 2025: ছুটির তালিকা প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ


তবে পর্ষদের তরফে জানানো হয়েছে, নমুনা হিসেবে এই তালিকা (WBBSE Holiday List 2025) প্রকাশ হয়েছে। বছরে ৬৫ দিন ছুটি দেওয়া হবে। স্থান-কাল, উৎসবের বিভিন্নতা, ভৌগলিক অবস্থান দেখে ছুটির দিন পরিবর্তিত হতে পারে। বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি মোতাবেক সেই ছুটি মঞ্জুর করা হবে। তবে বছরে কোনওভাবেই ৬৫ দিনের বেশি ছুটি হবে না। আবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ীও ছুটির দিন (WBBSE Holiday List 2025) পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে পর্ষদ।

WBBSE Holiday List 2025: ছুটির তালিকা প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ


এবছর সরস্বতী পূজার ছুটির দিন ও পরের দিন ছুটি কার্যকর করলো মধ্যশিক্ষা পর্ষদ । তবে গরমের ছুটি মাত্র ১১ দিন থাকায় ছুটির তালিকা (WBBSE Holiday List 2025) নিয়ে সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যে। গত কয়েকবছর যেভাবে গরমের ছুটি বৃদ্ধি হয়েছে, এবছরও সেরকম হলে পড়াশুনায় ব্যাঘাত ঘটবে। তাই আগে থেকেই অন্তত ১ মাস গরমের ছুটি থাকলে সেভাবেই পাঠ পরিকল্পনা গ্রহন করা যেতো বলে স্যোসাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন। আবার অনেকে বলছেন গরমে দীর্ঘ ছুটি না দিয়ে মর্নিং স্কুল চালু করার দিকে যেতে হবে শিক্ষা দপ্তরকে।