Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Primary TET 2023: ২০২৩-এর টেটের ফল প্রকাশ কবে, কী ঘোষনা পর্ষদ সভাপতির?

২০২৩-এর টেটের ফল প্রকাশ কবে, কী ঘোষনা পর্ষদ সভাপতির?


Primary

এখনো হয়নি ২০২৩-র প্রাথমিক পেটের ফল প্রকাশ। ২০২৩ সালের টিচার এলিজেবিলিটি টেস্ট (টেট)-র ফল প্রকাশ নিয়ে এবার বড় আপডেট। পর্ষদ সভাপতির কথায়, আইনি জটিলতা না কাটলে ফল প্রকাশ সম্ভব নয়।

পর্ষদ সভাপতি বলেন, “বেশ কিছু বিষয়ে আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিছু পরীক্ষার্থী আদালতে প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জও করেছিলেন। এগুলি বেশিরভাগই ২০১৭ এবং ২০২২ সালের টেটের। পূর্বের ওই আইনি জটিলতা না মিটিয়ে ২০২৩ সালের টেটের ফল প্রকাশ করা হবে না।”

অভিযোগ ছিল, ২০১৭ সালের টেটে ২৩টি প্রশ্ন ভুল রয়েছে। আর ২৪টি প্রশ্ন ভুল রয়েছে ২০২২ সালের টেটে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো বিশেষজ্ঞ কমিটি গড়ে প্রশ্ন খতিয়ে দেখার কাজ চলছে। অভিযোগ খতিয়ে দেখে বিশদে রিপোর্ট প্রকাশ করবে ওই কমিটি। ওই আইনি জটিলতা মিটিয়ে তবেই ২০২৩ সালের টেটের ফল প্রকাশ করা হবে। পাশাপাশি, ২০২৩-এর টেটের প্রশ্ন নিয়েও মামলা হয়েছে। এ নিয়েও আইনি পরামর্শ গ্রহণ করছে পর্ষদ।


দীর্ঘ পাঁচ বছর পর ২০২২সালে হয় টেট। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী বসে টেট পরীক্ষায়। উত্তীর্ণ হয় দেড় লাখ পরীক্ষার্থী। ওই বছর পর্ষদের দায়িত্ব নেওয়ার পর বছরে দু’বার টেট গ্রহণ করা হবে বলে ঘোষণা করেছিলেন সভাপতি। ২০২৩ এর ডিসেম্বরে ফের হয় টেট। এখনও ফলপ্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরই মাঝে আবার নানা আইনি জটিলতা এবং নিয়োগে দেরির কারণে ২০২৪ সালের টেটও বাতিল হয়ে যায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code