অভয়া কান্ড সহ একাধিক দবীতে দিনহাটা শহরে মিছিল করল SUCI
দিনহাটা:
অভয়া কান্ডের দ্রুত বিচার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ নানা ইস্যুকে সামনে রেখে দিনহাটা শহরে মিছিল করলো এসইউসিআই। সোমবার দুপুর ২:৩০ মিনিট নাগাদ এসইউসিআই - এর দলীয় কার্যালয় থেকে এই মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের নেতা অনিল চন্দ্র বর্মন রায়, আজিজুল হক, প্রদীপ রায় প্রমূখ।
এদিনের এই মিছিল সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, কলকাতার আরজি কর হাসপাতালে একজন তরুণী চিকিৎসক ছাত্রীকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না। অভয়ার খুনের সঙ্গে জড়িত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার জন্যে সিবিআই তদন্ত শুরু হয়েছে। অথচ এতদিন কেটে গেলেও আজও সে বিচার মানুষ দেখতে পায়নি। আমাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
পাশাপাশি তারা বলেন, কেন্দ্রীয় সরকারের যে ভ্রান্ত অর্থনীতি গ্রহণ করেছে, সেই অর্থনীতির ফলে দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। ফলে একদিকে যেমন সম্পদশালী ব্যক্তিবর্গের ঘরে মুনাফার পাহাড় করে উঠেছে, পাশাপাশি সাধারণ খেটে খাওয়া গরীব মানুষের জীবন যাত্রার মান অত্যন্ত নিম্নগামী। কাজেই অবিলম্বে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগকে মোকাবেলা করতে হবে। তারা বলেন, প্রতিদিন কৃষি সরঞ্জামের দাম বাড়ছে। অথচ কৃষকরা তাদের ফসলের দাম পাচ্ছেন না। কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত না হয় তার জন্য দল লাগাতর লড়াই আন্দোলন চালিয়ে যাবে।
এদিন এসইউসিআইয়ের দিনহাটা দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়। সেই মিছিল সারা শহর পরিক্রমা করে। মিছিলে বেশ কিছু দলীয় কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊