রাজ্য জুড়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরে ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি জাতীয় কংগ্রেসের
বেআইনি ভাবে জমির শ্রেণী বদল ও রেকর্ড পরিবর্তন, সরকারি খাস জমির কেনা বেচা,দালালরাজ, আদিবাসী দের জমির অধিকারে হস্তক্ষেপ,ভূমি ও ভূমি সংস্কার দফতরের ব্যাপক দুর্নীতি প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে সারা রাজ্য জুড়ে BLR অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালিত হলো আজ।
পাঁচ দফা দাবিতে সমগ্র রাজ্যের সাথে সাথে দিনহাটা ১ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে ডেপুটেশন দিল জাতীয় কংগ্রেস। বুধবার এই ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের নেতৃত্ব দেন কংগ্রেস নেতা কমল দাশগুপ্ত, হরিহর রায় সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিনের এই ডেপুটেশন দেবার সময় কংগ্রেস নেতৃবৃন্দ বলেন, দিনহাটা ১ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার অফিসে দালালরাজ চলছে। এই দালালদের যোগসাজশে অবৈধভাবে জমির শ্রেণী পরিবর্তন করা হচ্ছে। দিনহাটা শহরে ব্যাপক সংখ্যক জলাভূমি ছিল, বর্তমানে সেই জলাভূমি গুলি ভরাট হয়ে গিয়েছে। দিনহাটা শহরে আর জলাভূমি নেই। জলাভূমি শ্রেণী পরিবর্তন করে সেখানে নির্মাণ গড়ে উঠেছে। কেবল শহর নয় গ্রামাঞ্চলেও চাষের জমি দ্রুত কমে যাচ্ছে।
কংগ্রেস নেতৃবৃন্দ আরো বলেন, গ্রামে গঞ্জে বহু মানুষ এই ভূমি সংস্কার দপ্তরে আসেন। অথচ এই অফিসে একটি দালাল চক্র ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে। এই দালালদের মাধ্যমেই নানা অবৈধ কাজকর্ম হয়ে থাকে। এগুলি বন্ধ হওয়া দরকার। মানুষ যাতে সঠিকভাবে তারা তাদের পরিষেবা পায় সেদিকে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি।
এদিন পাঁচ দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের হাতে তুলে দেওয়ার সময় দলের নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকের সমস্যার গুলি নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়।সমস্যাগুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে দলের তরফ থেকে জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊