Jasprit Bumrah: টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে রেকর্ড গড়লেন বুমরাহ

Jasprit Bumrah: টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে রেকর্ড গড়লেন বুমরাহ



মেলবোর্ন টেস্টে ইতিহাসের খাতায় নাম তুলে দিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। দ্রুততম ভারতীয় পেসার হিসাবে টেস্টে ২০০ উইকেটের গণ্ডি পেরোলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০ এর কম গড়ে ২০০-র বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।


মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে ৪৪তম টেস্ট খেলতে নামা বুমরাহ (Jasprit Bumrah) ১৯.৩৮ গড়ে ২০২টি উইকেট নিয়েছেন। দুই বলে ১ রান করে ট্রাভিস হেডকে আউট করে টেস্ট ক্রিকেটে নিজের ২০০ তম ডিসমিসাল পূর্ণ করেন বুমরাহ (Jasprit Bumrah)।


নীতীশ কুমার রেড্ডির হাতে ধরা পড়েন এই বাঁহাতি ব্যাটার। একই ওভারে চার বল পর মিচেল মার্শকে আউট করেন বুমরাহ (Jasprit Bumrah)। মার্শ তার খাতা খুলতে ব্যর্থ হন এবং ঋষভ পন্থের হাতে কট বিহাইন্ড হন।


অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৩৬তম ওভারের শেষ বলে অ্যালেক্স ক্যারির ডিফেন্স ভেঙে দ্বিতীয় ইনিংসে নিজের চতুর্থ ও সিরিজে ২৯তম উইকেট তুলে নেন বুমরাহ (Jasprit Bumrah)। ৭ বলে মাত্র ২ রান করতে পেরেছিলেন অজি উইকেটরক্ষক-ব্যাটার।


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ১৪ ম্যাচে বুমরাহর নামে মোট ৭৪টি উইকেট রয়েছে। অন্যান্য ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র রবিচন্দ্রন অশ্বিন তাঁর চেয়ে কম ম্যাচে ২০০ উইকেট তুলেছেন। অশ্বিন ওই মাইলফলক ছুঁয়েছেন ৩৭ টেস্টে। জাদেজাও বুমরাহর মতোই ৪৪টেস্টে ২০০ উইকেট পান।


এদিকে এদিন বুমরার বিধ্বংসী স্পেল এবং সিরাজের সঙ্গতে মেলবোর্ন টেস্টে খানিকটা কামব্যাক করেছে ভারত। চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট খুইয়ে ফেলেছে অজিরা। যদিও অস্ট্রেলিয়ার লিড ২৪০ পেরিয়েছে। হাতে আরও ৪ উইকেট।

Sports News দেখতে ক্লিক করুন- Sports