ওএনজিসি-র বোম ফাঁটানোর বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়ে পথ অবরোধে বসে লক্ষীছড়া এসিডি ভিলেজের লোকজনেরা।
খনিজসম্পদ খোঁজার জন্য ও এন জি সির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বোম ফাঁটানো হচ্ছে। এই বোম ফাঁটানোর জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারন লোকজনেরা । ও এন জি সি কে কাজে লাগিয়ে বাঁকা পথে শ্রমিক ও বিভিন্ন মালবাহী ট্রাক থেকে অর্থ উপার্জন করছে কিছু সংখ্যক লোকজনেরা। কিন্তু এই বোম ফাঁটানোর জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারন লোকজনেরা। এমন একটি অভিযোগ এনে রবিবার শান্তির বাজার মহকুমার লক্ষীছড়া এডিসি ভিলেজের ভবানি পাড়া, মুক্তাধন পাড়া ও ভূপাল পাড়ার লোকজনেরা আন্দোলনে সামিল হয়ে স্থানীয় এলাকায় পথ অবরোধে বসে।
এলাকাবাসীর অভিযোগ ও এন জি সি কোম্পানী পূর্বে কোনো কিছু না জানিয়ে জায়াগার মালিককে জানানো ছাড়াই বোম ফাঁটানোর কাজ শুরু করেছে। এতেৎকরে এলাকার লোকজনেরা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান। এলাকাবাসীরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিগত দিনে এইভাবে বোম বিস্ফোরন করাতে এইবারের বন্যায় অধিকাংশ জায়গায় ভূমিধ্বস হয়েছে। এই এলাকার অধিকাংশ লোকজন রাবার চাষের উপর নির্ভরশীল। বোম বিস্ফোরনে রাবার গাছের অনেকটা ক্ষতি হচ্ছে বলে জানান স্থানীয় লোকজনেরা। এলাকাবাসী জানান এই বোম বিস্ফোরনে জলস্তর অনেকটা নিচে নেমে যাচ্ছে এতে করে লোকজনেরা জল সংগ্রহে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ওএনজিসির বোম বিস্ফোরনে এলাকার গর্ভবতী মহিলারা অসুস্থ হয়ে পরছেন বলে অভিযোগ স্থানীয় লোকজনের।
অপরদিকে এই বোম বিস্ফোরনে শব্দ দূষনের আশঙ্কা প্রকাশ করছেন লোকজনেরা। তাই ও এন জি সির বোম বিস্ফোরন বন্ধের দাবীতে আন্দোলনে সামিল হলেন এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় এই বিষয়ে প্রতিবাদ করাতে থানা বাবুদের দিয়ে বিভিন্ন লোকজনদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। এই মামলা প্রত্যাহার না করলে ও বোম বিস্ফোরন বন্ধ না করলে সকলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে। সকলে রাজ্যসরকার , এডিসি প্রসাশন, জেলাশাসক ও মহকুমাশাসক যেন বিষয়টির প্রতি নজর দেন তারজন্য বিশেষ আহ্বান জানান। এখন দেখার বিষয় এলাকাবাসীর সুবিধার্থে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊