রাস্তা তৈরিতে কাটমানি, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি, হাত দিয়ে তোলা হচ্ছে পিচ, সকাল থেকে বিক্ষোভ ঘটনাস্থলে বিধায়ক
নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। হাত দিয়ে রাস্তার পিচ তুলে বিক্ষোভ জানালো গ্রামবাসীরা। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙরের উত্তর কাশিপুর থানার কৃষ্ণমাটি এলাকায়। রাস্তা তৈরীর কয়েকদিন পরও হাত দিয়ে রাস্তার পিচ তুলে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।
টেন্ডারের পর রাস্তা তৈরিতেও অনিয়মের ছবি দেখা গেছে।২০২৩ সালের মে মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা বরাদ্দ হয়েছিল বামন ঘাটা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা থেকে কাঁঠাল বেরিয়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত। সেই রাস্তার কাজ সেখানে না করেই জিরানগাছা হাসপাতাল মোড় থেকে সাতুলিয়া পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে। ৪ কিলোমিটার রাস্তার জন্য তিন কোটিরও বেশি টাকা বরাদ্দ হলেও রাস্তা ঠিকঠাক তৈরি করা হচ্ছে না বলে দাবি গ্রামবাসীদের।
রাস্তার পিচ তুলে বিক্ষোভ দেখিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা। প্রশাসনের আধিকারিকরা না আসলে রাস্তার কাজ করতে দেবেন না বলেই জানান তারা। চারটি লেয়ারে রাস্তার কাজ হওয়ার কথা থাকলেও মাত্র দুটি লেয়ারে কাজ হচ্ছে বলে দাবি করেন গ্রামবাসীরা। অন্যদিকে রাস্তার সমস্যার কথা স্বীকার করে নেন ঠিকাদার সংস্থা।
রাস্তা তৈরিতে এলাকার তৃণমূলের যে সমস্ত নেতৃত্ব রয়েছে তারা টাকা নেওয়ার ফলেই এই রাস্তার কাজ খারাপ হচ্ছে বলে গ্রামবাসীরা দাবি করলেও এই অভিযোগ অস্বীকার করেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের অবজারভার শওকত মোল্লা। তিনি রাস্তা তৈরিতে অনিয়মের কথা জানার সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিবাদ করেন। এবং আগামী সোমবার এই বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊