Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাত কাটালো জেলেই, সকালে মুক্তি, বাড়ি ফিরে কি বললেন পুষ্পা স্টার?

রাত কাটালো জেলেই, সকালে মুক্তি, বাড়ি ফিরে কি বললেন পুষ্পা স্টার? 

Allu Arjun


শুক্রবার রাতটা কাটলো জেলেই। পুষ্পা সিনেমা খ্যাত অল্লু অর্জুন পুষ্পা ২ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেফতার হয়েছিলেন। অভিনেতার গ্রেফতার ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশের আপামর সিনেমা প্রেমীদের মধ্যে।



গ্রেফতারির পর অল্লুকে নিম্ন আদালতে হাজির করিয়েছিল পুলিশ। সেখান থেকে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়। পরে তেলঙ্গানা হাই কোর্ট শুক্রবারই ৫০ হাজার টাকার বন্ডে চার সপ্তাহের জন্য তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। হাই কোর্টের নির্দেশ এলেও রাতে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়নি। শুক্রবার রাতটা জেলে কাটিয়ে শনিবার সকালে জেলা মুক্ত হলেন তিনি।



শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ জেলের পিছনের দিকের দরজা দিয়ে তাঁকে বার করা হয়। জেল থেকে তাঁকে বাড়ি নিয়ে যেতে এসেছিলেন বাবা এবং শ্বশুর। জুবিলি হিল্‌সে নিজের বাড়িতে ঢোকার আগে সংবাদমাধ্যমের সামনে তিনি ক্ষমা চাইলেন হাত জোড় করে পাশাপাশি জানালেন এই ঘটনায় তাঁর কোনো হাত ছিল না।



অল্লু বলেন, ‘‘আমি ভাল আছি। চিন্তার কোনও কারণ নেই। সকলকে অনেক ধন্যবাদ। আমি একজন নাগরিক, আইন মেনে চলি। আইনকে সম্মান করি। আইনি প্রক্রিয়ার সঙ্গে আমি সহযোগিতা করব। তার জন্য যা করতে হবে করব।’’ মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতা। পাশের থাকার বার্তা দিয়েছেন তিনি। তিনি বলেন, "প্রাণহানির কোনও ক্ষতিপূরণ হয় না। তবে যেটুকু করা যায়, আমি করব।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code