এক ঘন্টা পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা!
সামনেই মাধ্যমিক পরীক্ষা, ইতিমধ্যে হয়ে গিয়েছে টেস্ট পরীক্ষা। গোটা রাজ্য জুড়ে সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা চালাতে জেলায় জেলায় বৈঠক করছেন পছন্দ কর্তারা। এদিন কোচবিহার জেলায় পরপর দুটি বৈঠক করলেন পর্ষদ কর্তারা। আর তারপরেই জানা গেল বড় আপডেট। এবছর এক ঘন্টা পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা।
গত বছর ৯ টা ৪৫ মিনিটে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এবছর পরীক্ষা শুরু হচ্ছে ১০ টা ৪৫ মিনিট থেকে। পরীক্ষা চলবে বেলা ২টা পর্যন্ত। এবছর কোচবিহার জেলায় ১০ হাজার বেশি মাধ্যমিক পরীক্ষার্থী। বৈঠকের পর এমনটাই জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
আগামী ১০ই ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরী হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। কোচবিহার জেলায় মোট ১১৭টি ভ্যেনু যার মধ্যে মূল ভ্যেনু ৩৩টি এবং সাব ভ্যেনু ৮৪টি। সব কেন্দ্রে থাকছে সিসিটিভি। এছাড়াও প্রশ্নফাঁস রুখতে প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর এবং কিউআরকোড থাকছে। মোট ৪৫ হাজার ৭০২ জন পরীক্ষার্থী কোচবিহার জেলায়।
সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত করতে এদিন কোচবিহার জেলাশাসক দফতরের কনফারেন্স হলে একটি বৈঠক হয় অপর বৈঠক হয় কোচবিহার ল্যান্সডাউন হলে। বৈঠকের পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊