Latest News

6/recent/ticker-posts

Ad Code

মোদী মন্ত্রীসভায় অনুমোদন পেল 'এক দেশ এক নির্বাচন'!

মোদী মন্ত্রীসভায় অনুমোদন পেল 'এক দেশ এক নির্বাচন'!

One Nation One Election


এক দেশ এক নির্বাচনে আরো এক ধাপ এগোলো কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে মোদী মন্ত্রীসভায় অনুমোদন পেল 'এক দেশ এক নির্বাচন'। সূত্রের খবর, সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই এই বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র।

‘এক দেশ, এক নির্বাচন’ ব্যবস্থা চালু করার বিষয়ে অনেকদিন থেকেই ভাবছে কেন্দ্রীয় সরকার। লোকসভা ভোটের আগে বিজেপির নির্বাচনী ইস্তাহারেও 'এক দেশ এক নির্বাচন' এর ওপর জোর দেওয়া হয়। এই নিয়ম কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা, বিধানসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন।

‘এক দেশ, এক নির্বাচন’ ব্যবস্থা চালু করতে অনেকদিন থেকেই ধীরে ধীরে এগোচ্ছিল কেন্দ্রীয় সরকার। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করে এই ব্যবস্থা কতটা বাস্তবসম্মত তা খতিয়ে দেখা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা করেছে সেই কমিটি এমনটাই খবর।

সূত্রের খবর, ওই রিপোর্টে একই সঙ্গে একাধিক দফায় লোকসভা এবং বিধানসভা ভোট করানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত এবং পুরসভা ভোটের মতো আঞ্চলিক নির্বাচনগুলিও ওই একই সময়ে করানোর কথা বলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code