Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো দিনহাটায়

দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো দিনহাটায়

দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো দিনহাটায়



সমীর হোসেন, দিনহাটা:

দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো দিনহাটা ১ নম্বর ব্লকের ছোট ফলিমারী এলাকায়। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে ওই এলাকার আব্দুল জলিল নামে এক ব্যক্তির বাড়িতে। ফাঁকা বাড়ি পেয়ে চোরেরা প্রায় দেড় লক্ষ টাকা বেশ কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

ঘটনার বিবরণের জানা গিয়েছে, দিনহাটা ১ নম্বর ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছোট ফলিমারী এলাকার বাসিন্দা আব্দুল জলিল। বাড়িতে আব্দুল জলিল একাই ছিলেন। বাড়ির অন্যান্য লোকজন আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এদিন দুপুরে আব্দুল জলিল বাড়িতে তালা দিয়ে পাশের এক মসজিদে নামাজ পড়তে যান। সেই সময় বাড়ি ফাঁকা ছিল। একদল দুষ্কৃতী সেই অবকাশে ওই বাড়িতে ঢুকে ঘরে থাকা প্রায় দেড় লক্ষ টাকা এবং বেশকিছু স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। এদিকে সেই সময় বাড়ির অন্যান্য লোকজন আত্মীয় বাড়ি থেকে এসে দেখেন ঘরের দরজা খোলা। ভিতরে গিয়ে দেখেন আলমারি, ড্রেসিং টেবিল সব ভাঙ্গা। বাড়িতে মজুদ করা প্রায় দেড় লক্ষাধিক টাকা এবং বেশ কয়েক ভরি স্বর্ণালংকার খোয়া গিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে। কিন্তু ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারিনি। দিন-দুপুরে এ ধরনের চুরির ঘটনায় এলাকায় প্রচন্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code