NTCJ-র ৩০ তম বার্ষিক প্রকৃতি পাঠ এবং শৈলারোহন শিবির

NTCJ-র ৩০ তম বার্ষিক প্রকৃতি পাঠ এবং শৈলারোহন শিবির



জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত ইয়ংটং-এ শুরু হলো নেচার এন্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি-র ৩০ তম বার্ষিক প্রকৃতি পাঠ এবং শৈলারোহন শিবির। জেলা প্রশাসনের সহযোগিতায় ২৬ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিবির।


জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গ ও কলকাতার বিভিন্ন প্রান্তের ৮ থেকে ৫৩ বয়সের প্রায় ৮৩ জন শিক্ষার্থী এবং সংস্থার 28 জন প্রশিক্ষক এই শিবিরে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন ক্যাম্পের মুখ্য প্রশিক্ষক এবং বিশিষ্ট পর্বতারহী ভাস্কর দাস।


ছয় দিনের এই শিবিরে ট্রেকিং, রক ক্লাইম্বিং, র‌্যাপলিং, জুমার ক্লাইম্বিং, সোলো ক্যাম্পিং, সার্ভাইভাল, রিভার ক্রসিং, ফায়ার এন্ড শেল্টার মেকিং, ট্রেজার হান্ট, ফার্স্ট এইড এবং প্রকৃতি সংরক্ষন বিষয়ক বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। সংস্থার অভিজ্ঞ এবং শিক্ষিত পর্বতারোহী ও পরিবেশবিদ রা এই ক্যাম্পে শিক্ষার্থীদের প্রশিক্ষন দেবেন।


এদিন বিকেলে এই ক্যাম্পের উদ্বোধন হয় - উদ্বোধন করেন ইয়ংটং চা বাগানের ম্যানেজার সৌম্য ঘটক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা ছাড়াও স্থানীয় পঞ্চায়েত সদস্য ধনরাজ তামাং, সমাজসেবী বাবলু বিক্রম সহ ক্লাবের কর্মকর্তারা।


সফল অংশগ্রহংকারীদের ক্যাম্প শেষে সার্টিফিকেট, কোর্স ব্যাজ এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন ক্যাম্প কমান্ডেন্ট দেবাশীষ লালা।


ক্যাম্প চলাকালীন প্রশাসনের আধিকারিকরা ছাড়াও সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা ক্যাম্প পরিদর্শন করবেন বলে জানিয়েছেন ক্লাব সম্পাদক সুজয় বণিক।