Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata Municipality: পদত্যাগ করতে চলছেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান ! ঘটনায় শোরগোল

Dinhata Municipality: পদত্যাগ করতে চলছেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান ! ঘটনায় শোরগোল

Dinhata Municipality: পদত্যাগ করতে চলছেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান ! ঘটনায় শোরগোল


দিনহাটা:


তৃণমূল পরিচালিত দিনহাটা পৌরসভার (Dinhata Municipality) বিল্ডিং প্ল্যান পাশের জাল রসিদ কাণ্ডে পদত্যাগ করতে চলছেন পৌরসভার চেয়ারম্যান। প্রসঙ্গত দিনহাটা পৌরসভা এলাকায় বিল্ডিং প্ল্যান পাশ নিয়ে জাল রসিদ কাণ্ডে কোটি কোটি টাকার দুর্নীতি সামনে এসেছেন।


সম্ভবত সেই কারণে আজকেই পদত্যাগ করতে চলছে দিনহাটা পৌরসভার (Dinhata Municipality) চেয়ারম্যান, এমনটাই সূত্রের খবর। সোমবার সকাল এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়েযায়। আজ কিছুক্ষন পরেই পৌরসভার বোর্ড মিটিংয়ে গৃহীত হবে এই সিদ্ধান্ত বলে খবর।

Dinhata Municipality: পদত্যাগ করতে চলছেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান ! ঘটনায় শোরগোল


এই বিষয়ে সিপিআই(এম) জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস বলেছেন, 'দিনহাটার অগণতান্ত্রিক পৌরবোর্ডের দূর্নীতি ধামা চাপা দিতে নতুন নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে।কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যেতে পারে, তাই এই নাটক।'


সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিনহাটা পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আলোক সেন বিস্তারিত কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code