Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতে চালু একগুচ্ছ নতুন নিয়ম
স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) নিয়ে জালিয়াতি বন্ধে এবার কড়া রাজ্য। কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে বন্ধ হবে স্বাস্থ্য পরিসেবার নামে জালিয়াতি। নয়া অ্যাপ চালু করতে যাচ্ছে রাজ্য। সাথে লাগু হচ্ছে একাধিক নতুন নিয়ম। আপনার স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড থাকলে অবশ্যই জেনেনিন-
এক) এবার থেকে হাসপাতালে ভরতি, পরীক্ষা-নিরীক্ষা, অপারেশনের আগে ও পরে এবং রোগীর ছুটির সময় নির্দিষ্ট অ্যাপের সাহায্যে রোগীর ছবি ও ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্যভবনে।
দুই) যদি স্বাস্থ্যসাথী কার্ডে কোন রোগী ভরতি হয়, তবে বেসরকারি হাসপাতালকে সঙ্গে সঙ্গে সেই তথ্য ছবি-সহ স্বাস্থ্যভবনে পাঠাতে হবে।
তিন) স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তি হওয়া রোগীর চিকিৎসার প্রতিটি ধাপে রোগী সত্যিই হাসপাতালে আছেন কিনা, নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে রোগীর জিপিএস লোকেশন (GPS Location)। ছবি, ভিডিও, জিপিএস লোকেশন একবার পাঠানো হয়ে গেলে তা এডিট করা যাবে না।
চার) একই নিয়ম স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস, কেমোথেরাপি ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও।
পাঁচ) অ্যান্ড্রয়েড ফোনের জিপিএস অন (GPS Location) করে, পরীক্ষা-নিরীক্ষা শুরু হওয়া মাত্র, নির্দিষ্ট অ্যাপ চালু করতে হবে। পরীক্ষা শেষ হলে সঙ্গে সঙ্গে জিপিএস (GPS Location) অন করে অ্যাপ বন্ধ করতে হবে। শুধু তাই নয়, যে অ্যাপের মাধ্যমে এই তথ্য পাঠাতে হবে, তা হাসপাতালের ৫০ মিটার ব্যাসার্ধের বাইরে কাজ করবে না।
ছয়) এখানেই শেষ নয়। এবার সার্ভারে আপলোড করা ছবি, ভিডিও জাল কিনা, তা পরীক্ষা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবস্থা। রোগীর ছবি না থাকলে বা ভুয়ো তথ্য আপলোড করলে স্বাস্থ্যসাথীর টাকা দেবে না সরকার।
শুধু টাকা না দেওয়া নয়, সাথে সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থাও। করা হবে মোটা টাকা জরিমানা। তবে এক্ষেত্রে শুধু হাসপাতাল এবং নার্সিংহোম নয় সংশ্লিষ্ট চিকিৎসকও দায়বদ্ধ থাকবেন। কারণ রোগীর চিকিৎসার বিভিন্ন পর্যায়ের ছবি আপলোড করতে হবে ডাক্তারের স্মার্ট ফোন থেকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊