Book Fair: কোচবিহার বইমেলা শুরু হচ্ছে ২৩ শে ডিসেম্বর
মুদ্রণ যন্ত্র আবিষ্কারক ইয়োহানেস গুটেনবার্গ বইয়ের জগতে নিয়ে আসে এক বৈপ্লবিক পরিবর্তন । তিনি নিজের ছাপাখানার যন্ত্রাংশ এবং ছাপানো বই বিক্রির জন্য ফ্রাঙ্কফুর্টে আসেন। তার দেখাদেখি আরও কিছু স্থানীয় বই বিক্রেতা তাদের প্রকাশিত বই নিয়েও বসতে থাকে। আস্তে আস্তে সেই সকল বই কিনতে দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করে। আর সেই আসা-যাওয়া থেকেই জমে উঠতে থাকে ফ্রাঙ্কফুর্টের বইমেলা। যা পৃথিবীর ইতিহাসে প্রথম বইমেলা হিসাবে স্বীকৃত। ১৯৪৯ সালে এই মেলাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় ‘জার্মান প্রকাশক সমিতি’। আর ১৯৬৪ সাল থেকে এই মেলা পেয়ে যায় আন্তর্জাতিক স্বীকৃতিও।
বই মেলার উদ্দেশ্য হলো পাঠকদের নতুন বইয়ের সাথে পরিচিত করানো, প্রকাশনা সংস্থাগুলোকে তাদের বইয়ের প্রচার করার সুযোগ প্রদান করা এবং সাহিত্য ও সংস্কৃতির প্রচার করা।
গতকাল জেলাশাসক করণে কোচবিহার লোকাল লাইব্রেরী অথরিটির সদস্যদের নিয়ে কোচবিহার জেলা বইমেলা সহ লাইব্রেরী সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা আয়োজিত হয়।
সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ২৩ শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এ বছরের কোচবিহার জেলা বইমেলা। চলবে আগামী ২৯ শে ডিসেম্বর পর্যন্ত ।
এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার লোকাল লাইব্রেরী অথোরিটির সদস্যরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊