আণ্ডারপাশের দাবীতে জাতীয় সড়ক অবরোধ
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
পথ দুর্ঘটনায় স্থানীয় এক যুবকের মৃত্যুর পরই আণ্ডারপাশের দাবীতে ১৯নং জাতীয় সড়ক অবরোধ করে আমড়া এলাকার বাসিন্দারা। রবিবার দুপুরে ময়নাতদন্তের পর আমড়া এলাকার যুবকের শববাহী গাড়ি ঢুকতেই বিক্ষোভ ফেটে পরেন স্থানীয়রা। এরপর তারা আমরা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে শববাহী দাঁড করিয়ে বিক্ষোভ ও অবরোধে সামিল হন।
রবিবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ের আমড়ায় জাতীয় সড়কে অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সার হাজির হয় শক্তিগড় ফারির পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পরে ঘটনা হাজির হন ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয়দের অভিযোগ ব্যস্ততম ১৯ নং জাতীয় সড়কের আমড়া মোড়ে বারংবার দুর্ঘটনা ঘটছে। পথ দুর্ঘটনা বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে।কিন্তু বার বার এলাকায় আণ্ডারপাশের দাবী জানালেও সেই দাবী পূরণ হয়নি।
শনিবার জোতরাম থেকে ব্যবসা করে বাড়ি ফেরার পথে ১৯নংজাতীয় সড়কের আমড়ায় পথ দুর্ঘটনার কবলে পড়েন এলাকারই দীনেশ কুমার দাস নামে এক যুবক।গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।সেখানেই তার মৃত্যু হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।রবিবার দেহ পৌঁছাতেই আণ্ডারপাশের দাবীতে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের আণ্ডারপাশ করার আশ্বস্ত করলে অবরোধ ওঠে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊