ওয়াকফ সংশোধনী বিল-২০২৪ বাতিল সহ ১২ দফা দাবিতে মহা মিছিল ও ডেপুটেশন নস্যসেখ উন্নয়ন পরিষদের

Nashyasekh unnyon parisad


একাধিক দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি নস্যসেখ উন্নয়ন পরিষদের। ওয়াকফ সংশোধনী বিল-২০২৪ বাতিল সহ ১২ দফা দাবিতে মহা মিছিল ও ডেপুটেশন নষ্যশেখ উন্নয়ণ পরিষদ কোচবিহার কমিটির পক্ষ থেকে।

দাবী সমূহ:--

১)NRC, CAA এসবের হয়রানি থেকে নিরাপদ থাকার জন্য নস্যশেখ জনজাতি থেকে শুরু করে অন্যান্য সমস্ত আদি ভূমিপুত্র জনগোষ্ঠীকে ভূমিপুত্র স্বীকৃতি দিতে হবে।

২) কেন্দ্র সরকারের আনা ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ বাতিল করার জন্য রাজা সরকারের পক্ষ থেকে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৩) ওবিসি সার্টিফিকেট পুনর্বহাল এবং অবিলম্বে তা পুনরায় প্রদানের কাজ শুরু করতে হবে।

৪) উত্তরবঙ্গের জন্য একটি পৃথক ওয়াকফ বোর্ডের স্বনির্ভর শাখা খুলতে হবে।

৫) 'উত্তরবঙ্গে 'সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম' এর শাখা তৈরি করতে হবে।

৬) উত্তরবঙ্গে হজ হাউস তৈরি করতে হবে।

৭) উত্তরবঙ্গে সংখ্যালঘু স্ট্যাটাস প্রাপ্ত একাধিক কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।

৮) প্রতিটি মহাকুমা শহরে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের টাকায় একটি করে বয়েজ হোস্টেল এবং একটি কচুর, গার্লস হোস্টেল তৈরি করতে হবে।

৯) সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা যাতে বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারে তার জন্য প্রতিটি জেলায় একটি করে সংখ্যালঘুদের জনা পৃথক কোচিং সেন্টার এবং উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটি উন্নত মানের আবাসিক কোচিং সেন্টার খুলতে হবে।

১০) প্রতিটি সংখ্যালঘু অধ্যুষিত ব্লকে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অর্থ দিয়ে তেলেঙ্গানা মডেলে একটি করে আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল খুলতে হবে।

১১) সংখ্যালঘু দপ্তরের এবং অনগ্রসর কল্যাণ দপ্তরের বরাদ্দকৃত অর্থ যেন সংখ্যালঘুদের তথা অনগ্রসর শ্রেণীর উন্নয়নের জন্য সঠিকভাবে ব্যবহার করা হয়।

১২) নস্যশেখ ডেভলপমেন্ট বোর্ডে পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে।

১৩) নস্য ডেভলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান জনজাতির মানুষকেই করতে হবে।