Mamata Banerjee: সন্দেশখালিতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee


সোমবার সন্দেশখালিতে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনের আগে যে সন্দেশখালি তৃণমূলকে কার্যত চাপের মুখে ফেলে দিয়েছিল, সেই সন্দেশখালিতে গিয়েই কল্পতরু মমতা একগুচ্ছ জনমোহনি ঘোষনা দিলেন।

এদিন সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন, 'সন্দেশখালির মা-বোনেদের অভিনন্দন। অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন, আপনাদের প্রণাম জানাই। আপনারা এই মাটিকে সমৃদ্ধ করেছেন'। মেয়েদের সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, 'কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মেয়েরা কেউ ডাকলেই চলে যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। আমি জানি, এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো সবটাই ভাঁওতা, মিথ্যে বেশিদিন চলে না। আমি চাই, সন্দেশখালির মেয়েরা, ছেলেরা ১ নম্বর স্থানে আসুক'।

মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে আশ্বস্ত করে দিয়ে বললেন, 'আগামী দিনে আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পাচ্ছেন, যাঁরা এখনও পাননি, পাবেন, মনে রাখবেন, শুধু ষাট বছর পর্যন্ত নয়, যত দিন বেঁচে থাকবেন এই ভাতা পেয়ে যাবেন। অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা-বোনেদের অধিকার, সম্মান'।




পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষনা দিলেন। তিনি জানালেন '২৬ জানুয়ারির পর দুর্গম এলাকায় আরেকবার দুয়ারে সরকার হবে। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীতে এখনও নাম লেখাতে পারেননি, তাঁরা যাতে এই সুযোগ-সুবিধা পান, তাই এই ব্যবস্থা। জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রকল্প চলবে', সন্দেশখালি গিয়ে কথা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।