Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুঠোফোনের দৌলতে গুরুত্ব কমেছে গ্রিটিংস কার্ডের

মুঠোফোনের দৌলতে গুরুত্ব কমেছে গ্রিটিংস কার্ডের

Greetings card


শিলিগুড়ি

আগামী কাল থেকে নতুন বছর শুরু। ২০২৫ ইংরেজি নববর্ষ। পুরনোকে ভুলে নতুনের আগমনের অপেক্ষা। একটা সময় ছিল ইংরেজি নতুন বছর সামনে এলেই গ্রিটিংস কার্ড দেওয়া-নেওয়া রীতি ছিল। নতুন বছর পড়ার দুদিন আগে তো বিভিন্ন গিফটের দোকানগুলিতে রীতি মত লাইন দিয়ে কার্ড কিনতে হত। 


নিজের প্রিয়জনকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর রীতি ছিল এই গ্রিটিংস কার্ড এর মাধ্যমে। তবে সময় বদলেছে, যুগ বদলেছে, এখন কিন্তু সেই ভাবে আর গ্রিটিংস কার্ডের চাহিদা নেই। এদিন একটি গিফটের দোকানে দেখা গেল বেশ কিছু গ্রিটিংস কার্ড। 


এই প্রসঙ্গে উক্ত দোকানের এক কর্মচারী জানান আগের মত আর চাহিদা নেই। বিক্রি হচ্ছে তবে আগে যেরকম একটা চাহিদা ছিল সেই চাহিদা আর নেই। মুঠোফোনের মাধ্যমেই তো শুভেচ্ছা জানানো হয়ে থাকে নিজের প্রিয়জনদের। সেই কারণে আর আগের মত বিক্রি হয় না গ্রিটিংস কার্ড।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code