অলৌকিক ! কৃষি জমিতে হঠাৎ ধ্বস ! পাওয়া গেলো শিবলিঙ্গ
অলৌকিক ! বজ্রপাতের পর কৃষি জমিতে তৈরি হয় এক গর্ত। আর মশাল জ্বালিয়ে দেখা যায় সেই গর্তে রয়েছে এক শিবলিঙ্গ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ভীড় জমতে শুরু করেছে ইতিমধ্যে।
ঘটনাটি গাজিয়াবাদের মুসৌরি থানা এলাকার মুবারিকপুর দাসনা গ্রামের। এই গ্রামেই বজ্রপাতের পর একটি জমিতে ৮ থেকে ১০ ফুট গভীর একটি গর্ত তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। আর সেই গর্তে মিললো একটি শিবলিঙ্গ।
জমির মালিক প্রথম গর্তের ভিতরে একটি শিবলিঙ্গ দেখতে পান, পরে তিনি গ্রামবাসীকে বিষয়টি জানান। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। এরপরই ঘটনাস্থলে বিপুল মানুষের ভিড় জমে যায়। সেখানে এখন একটাই আওয়াজ 'হর হর মহাদেব'। গ্রামের লোকজন দাবি করেছেন, বজ্রপাতের পর এই গর্তটি তৈরি হয়েছে, যেখানে এই শিবলিঙ্গ পাওয়া গেছে।
গ্রামের লোকজন জানায়, বজ্রপাতের কারণে মাঠে গভীর ধ্বস তৈরি হয়। আর সেই গর্তেই দেখা মিলেছে এই শিবলিঙ্গের। গ্রামের লোকেরা বিশ্বাস করে যে এটি একটি ঐশ্বরিক ঘটনা। শিবলিঙ্গের আবির্ভাবকে একটি অলৌকিক ঘটনা বলেই মনে করে গ্রামবাসী।
ইতিমধ্যে সেই গর্ত থেকে শিবলিঙ্গটি বাইরে বের করে আনা হয়েছে। যে জায়গায় গর্ত তৈরি হয়েছে সেখানে শিব মন্দির তৈরির কথা বলছেন গ্রামের মানুষজন। আপাতত শিবলিঙ্গটিকে পাশের মন্দিরে রেখে মহিলারা শিবলিঙ্গের পূজা করছেন এবং স্তোত্র ও কীর্তন করছেন।
মাঠের গর্ত থেকে যে শিবলিঙ্গ বের হয়েছে তাতে তিনটি রেখা বিশিষ্ট ত্রিপুন্ড চিহ্ন রয়েছে। মাঠের গর্তে শিবলিঙ্গ পাওয়া গেলে মানুষ খুব খুশি হয়। উল্লাস, ভজন ও কীর্তনের পাশাপাশি গ্রামের মানুষ পরিবেশন করছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊