অ্যাডিলেডে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামবেন কেএল রাহুলই! 

Rohit Sharma


অ্যাডিলেড টেস্টের প্রথম একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে ভারত এখনোও একাদশ ঘোষনা করেনি। তবে রোহিত শর্মার এক মন্তব্যে স্পষ্ট রবীন্দ্র জাদেজা বা অশ্বিন কেউই হয়তো দ্বিতীয় টেস্টে সুযোগ পাচ্ছেন না। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামবেন কেএল রাহুলই। ম্যাচের এক দিন আগে এ কথা বললেন অধিনায়ক রোহিত শর্মা।




অ্যাডিলেড টেস্টে নেতৃত্বে ফিরছেন রোহিত শর্মা। রোহিত শর্মা প্রথম টেস্টে না থাকলেও ছেলেকে কোলে নিয়ে কেএলের ব্যাটিং দেখেছেন বলে জানিয়েছেন। অধিনায়কের কথায়, "অসাধারণ খেলেছে ও। তাই এই মুহূর্তে ওর ব্যাটিং পজিশন বদলানোর কোনও দরকার নেই। কেএলই ওপেন করার যোগ্য ক্রিকেটার।" তিনি মিডল অর্ডারে খেলবেন সেটাও জানিয়ে দিয়েছেন রোহিত।

রোহিতের কথায়, “প্রথম টেস্টে ছিলাম না। তাই নিজে গিয়ে অশ্বিন বা জাডেজাকে দলে না রাখার কথা বলতে পারিনি। দল পরিচালন সমিতি যেটা ভাল বুঝেছে সেটাই করেছে। পিচ অনুযায়ীই দল সাজাতে হয়। আমি নিশ্চিত সিরিজ়ে পরের দিকে কোনও না কোনও সময় ওরা ভূমিকা পালন করবে। ভারতকে অতীতে অনেক ভাবে সাহায্য করেছে ওরা। পিচ দেখেই আমরা সিদ্ধান্ত নেব।”

পাশাপাশি ওয়াশিংটন সুন্দরকে দলের সম্পদ বলে উল্লেখ করেছেন রোহিত। তাঁর চোট নিয়েও দুঃখ প্রকাশ করেছেন।