অ্যাডিলেড টেস্টের একাদশ ঘোষনা, এক বদল অস্ট্রেলিয়ার 

Australia


শুক্রবার থেকে শুরু হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট। যা হবে দিন রাতের অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে। তার ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। পার্‌থ টেস্টের পর চোটের কারণে ছিটকে গিয়েছিলেন জশ হেজ়লউড। তাঁর জায়গায় অ্যাডিলেডে খেলবেন স্কট বোলান্ড।

সমালোচিত ব্যাটার বা হালকা চোট থাকা অলরাউন্ডার আর কেউই পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়ার একাদশে দুজনকেই দ্বিতীয় বার সুযোগ দিতে চাইছে অস্ট্রেলিয়া। ফর্ম হারানো মার্নাস লাবুশেন বা অলরাউন্ডার মিচেল মার্শ, দু’জনেই দলে থাকছেন।

দ্বিতীয় টেস্টে মার্শকে বলতে করতে দেখা যেতে পারে। যদিও পার্থ টেস্টে পিঠে ব্যথা থাকায় দ্বিতীয় ইনিংসে পুরোদমে বল করতে পারেননি মার্শ।

অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, “অ্যাডিলেডের পিচ যে রকম তাতে স্কটির বল করতে সুবিধা হবে। গত বারও ও তৈরি ছিল। তবে কোনও ম্যাচে সুযোগ পায়নি। অনেক দিন হয়ে গেল ও খেলেনি। দু’দিন আগে ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচে ভাল বল করেছে। ওর নিজেরও প্রস্তুতি ভাল হয়েছে। ও দলে ফেরায় আমরা সকলেই খুশি। অধিনায়ক হিসাবে স্কটির মতো বোলারকে আমরা সব সময়ে দলে চাই।”

মার্শকে নিয়ে বলেছেন, “গত দু’দিন ধরে চিকিৎসকদের সঙ্গে কথা বলেই ওকে দলে নিয়েছি। ভেবেচিন্তেই ওকে দিয়ে অনুশীলনে বল করানো হয়নি। তবে দরকারে ও নিশ্চয়ই বল করবে। মার্শের চোট খুব বড় চিন্তার কারণ নয়।”