ICC বর্ষসেরার দৌড়ে একমাত্র বোলার বুমরাহ, আর কারা?


Bumrah


ভারতীয় দলের সহ-অধিনায়ক এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট বোলারদের ক্রমতালিকার শীর্ষে। টেস্টে দুরন্ত বোলিং করছেন বুমরাহ। এর মাঝেই সোমবার আইসিসি সেরা টেস্ট ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আর সেই তালিকায় রয়েছে জসপ্রীত।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন বুমরাহ। আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌঁড়ে থাকা ক্রিকেটারদের যে তালিকা প্রকাশ করেছে তাতে বুমরাহ রয়েছেন ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস।

২০২৪ সালে এখনও পর্যন্ত ১৩টি টেস্ট খেলে ৭১টি উইকেট নিয়েছেন বুমরাহ। এ বছর বিশ্বের আর কোনও বোলার টেস্টে এত উইকেট পাননি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি সিরিজ়েও তিনি ভারতের সেরা পারফরমার। সিরিজ়ের প্রথম টেস্ট তাঁর নেতৃত্বেই জেতে ভারত।