দিনহাটা পুরসভায় দুর্নীতি কান্ডে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোচ্চার হল CPIM
দিনহাটা - দিনহাটা পুরসভায় বেআইনিভাবে বিল্ডিংয়ের প্ল্যান পাশের জাল চক্রের সঙ্গে জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোচ্চার হল সিপিআইএম। সোমবার দলের তরফ থেকে দিনহাটা পুলিশের এসডিপিও-কে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের নেতৃত্ব দেন সিপিআই(এম)-এর জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, প্রবীর পাল, অভিনব রায় প্রমূখ।
এদিনের এই ডেপুটেশন দেওয়ার সময় সিপিআই(এম) নেতা শুভ্রালোক দাস বলেন, দিনহাটা পুরসভায় বিল্ডিংয়ের প্ল্যান পাশের জাল চক্র একটি সংগঠিত ক্রাইম। এর পেছনে যারা আছেন তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। দিনহাটা থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্তরা থানায় আসছেন যাচ্ছেন, একটা নাটক চলছে। পুলিশ এদের গ্রেপ্তার করছে না। এরা নানাভাবে অর্থ সংগ্রহ করেছে। আর এখন পদত্যাগের নাটক করছে।
তিনি বলেন, দিনহাটা পুরসভার বোর্ড অগণতান্ত্রিক একটি বোর্ড। ভোটে জিতে এরা ক্ষমতায় আসেনি। মানুষকে ভয়-ভীতি দেখিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরা জয়ী হয়েছে। আর ক্ষমতায় এসে ক্ষমতাকে অপব্যবহার করে অর্থ তুলছে।
এদিন দলের তরফ থেকে দিনহাটা পুলিশের এসডিপিও ধীমান মিত্রের হাতে দাবিপত্র তুলে দেওয়ার সময় সমস্যাটি নিয়ে আলোচনা হয়। সমস্যাটি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে এসডিপিও আশ্বাস দিয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊