অবৈধ পার্কিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি চারচাকা গাড়ি সহ দুটি সাইকেল ও একটি রান্নাঘর। এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন?
বর্ধমান শহরের তিনকনিয়া গুডশেড রোড এলাকায় একটি চারচাকা গাড়ির পার্কিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায় । এই পার্কিংয়ে রাখা ছিল একটি চারচাকা গাড়ি, হঠাৎ করে আগুন লেগে যায় গাড়িটিতে , পুড়ে ছাই হয়ে যায় গোটা গাড়ি ।। পাশাপাশি দুটি সাইকেল ও একটি রান্নঘর পুরে যায় । স্থানীয় মানুষ ও দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
স্থানীয় বাসিন্দাদের দাবি ঘটনাস্থলের পাশেই রয়েছে একটি দোকান সেই দোকানে ছিল গ্যাসের সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডার বাস্ট করে এই আগুন লেগেছে, তবে ফায়ার ব্রিগ্রেড কর্মীরাও জানাচ্ছেন গ্যাস সিলিন্ডার বাস্ট করেনি। তবে কি করে লাগলো আগুন উঠছে প্রশ্ন? দমকল বাহিনীর কাছ থেকে আরও জানা গেছে পাশেই একটা রান্নার ঘর ছিল যেখান থেকে সিলিন্ডার পাওয়া গেছে। তবে কিভাবে আগুন লাগলো ওই চারচাকা গাড়িটিতে তার সঠিক কারণ এখন বলা যাচ্ছে না। আগুন লাগার উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। এরই মধ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ।
পার্কিংয়ের জায়গা নিয়ে উঠছে প্রশ্ন,ঘটনাস্থলে চার চাকা ও মোটরসাইকেল পার্কিং করা হয়, কিন্তু যে গাড়িটি পুড়ে গেছে সেই গাড়ির মালিক জানাচ্ছেন গত তিন বছর ধরে ওখানে তিনি গাড়ি রাখছেন কিন্তু কখনো কোন টাকার রিসিভ দেওয়া হতো না। তবে কি অবৈধ পার্কিং? উঠছে প্রশ্ন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন আগুনের লেলিহান শিখায় আহত হয়েছেন এক মহিলা , তবে ফায়ার ব্রিগেডের কর্মীরা বলছেন কেউ আহত হননি। শহর বর্ধমানের এই অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন।
১ / আদৌ কি গ্যাস সিলিন্ডার ফাটেনি তাহলে গাড়িতে আগুন লাগলো কি করে?
২/ পার্কিংয়ের জায়গাটা কি বৈধ? বৈধ হলে কেন দেওয়া হতো না চারচাকা গাড়ি পার্কিংয়ের কোন রিসিভ?
৩/ যদি একজন আহত হয়ে থাকেন তাহলে কেন এড়িয়ে যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা ?
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊