উড়ন্ত ড্রোন গিলে ফেললো কুমির! মুখেই ঘটলো বিস্ফোরণ!
পাখি ভেবে উড়ন্ত ড্রোন গিলে ফেললো কুমির। আর তারপরেই ফেটে গেল ড্রোনের ব্যাটারি। অবিশ্বাস্য এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কুমিরের মাথার উপর একটি ড্রোন ঘুরছিল হঠাৎই পাখি ভেবে সেই ড্রোনকে গিলে ফেলে কুমির। কিছুক্ষন বাদেই কুমিরের মুখের মধ্যেই ফেটে যায় সেই ড্রোনের ব্যাটারি। আর তারপরেই কুমিরের মুখ দিয়ে বেড়োতে থাকে ধোঁয়া। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে জলাশয়ের মধ্যে গা ডুবিয়ে ছিল একটি কুমির। সম্ভবত কুমিরটিরই ছবি তোলা হচ্ছিল ওই ড্রোনের সাহায্যে। উড়তে উড়তে ড্রোনটি কুমিরটির কাছে আসতেই বিশাল হাঁ করে মুখে পুরে দেয় কুমিরটি। গিলে ফেলার সঙ্গে সঙ্গে বিপদ ঘটে যায়। ড্রোনের ভিতরে থাকা ব্যাটারি ফেটে গিয়ে থেকে ধোঁয়া বেরোতে থাকে কুমিরটির মুখ থেকে। হঠাৎ করে বিস্ফোরণ হওয়ায় কুমিরটি জলের নীচে মুখ ডুবিয়ে নেয়। এখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি।
বিস্ফোরণের ফলে কুমিরের কী পরিণতি ঘটল তা জানা যায়নি। ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে সে সম্পর্ক কোনও উল্লেখ করা হয়নি। সম্ভবত এটি বিদেশের কোনও জায়গায় তোলা হয়েছে।
मगरमच्छ ने ड्रोन को पक्षी समझकर खा लिया, फिर ड्रोन की बैटरी ब्लास्ट कर गई।#NatureMonster pic.twitter.com/1qv1WG188P
— Inderjeet Barak🌾 (@inderjeetbarak) December 17, 2024
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊