Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা পুরসভার বিল্ডিং প্ল্যান জালিয়াতির ঘটনার 'মাথা'-কে গ্রেপ্তারের দাবীতে মিছিল সিপিআইএম এর

দিনহাটা পুরসভার বিল্ডিং প্ল্যান জালিয়াতির ঘটনার 'মাথা'-কে গ্রেপ্তারের দাবীতে মিছিল সিপিআইএম এর

Dinhata Municipality Scam



দিনহাটা পুরসভার বিল্ডিং প্ল্যান জালিয়াতির (Dinhata Municipality Scam) ঘটনায় গ্রেপ্তার পৌরকর্মী উত্তম চক্রবর্তীকে আজ পাঠানো হয়েছে দিনহাটা মহকুমা আদালতে। মঙ্গলবার সকাল ১১:৪৫ মিনিট নাগাদ দিনহাটা থানার পুলিশ গ্রেফতার হওয়া উত্তম চক্রবর্তীকে দিনহাটা মহকুমা আদালতে পাঠায়। জানা গেছে এদিন তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায়।


উল্লেখ্য, গত মঙ্গলবার প্রকাশ্যে আসে দিনহাটা পুরসভা থেকে ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশের (Dinhata Municipality Scam) ঘটনা। দিনহাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজয় সাহা প্রথম এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। পরে একই ধরনের ছয়টি অভিযোগ দায়ের হয় পুরসভায়।


জানা গিয়েছে, অভিযুক্ত পুরকর্মী উত্তম চক্রবর্তী লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পুরসভা থেকে ভুয়ো বিল্ডিং প্ল্যান পাস (Dinhata Municipality Scam) করাতেন। পুলিশের গত দুদিন ধরে একাধিকবার দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করে উত্তম চক্রবর্তীকে। কিন্তু প্রাথমিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়নি। সোমবার এই ঘটনার জেরে পদত্যাগ করেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী। সোমবার বিকেলে তাকেও থানায় তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে উত্তম চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


এদিকে আন্দোলনে পথে নেমেছে সিপিআইএম এর দিনহাটা শাখা। তাদের দাবী, দিনহাটা পৌর দূর্নীতির (Dinhata Municipality Scam) মাথাদের গ্রেফতার করতে হবে। দিনহাটা পৌর বোর্ডের শুধু চেয়ারম্যানকে পদত্যাগ করিয়ে দুর্নীতির ধামাচাপা দিলেই চলবে না, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলরদের পদত্যাগ করতে হবে। কাউন্সিলারা সাধারণ নাগরিকদের পৌর জালিয়াতির হাত থেকে রক্ষা করতে পারেননি।


আজ সি পি আই (এম) দিনহাটা এরিয়া কমিটির ডাকে প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে চওড়াহাট পর্যন্ত এই ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়ে মিছিল হয়। মিছিলকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আলোড়ন তৈরি হয়। উপস্থিত ছিলেন সি পি আই (এম) জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর পাল, জেলা কমিটি সদস্য শুভ্রালোক দাস, দিনহাটা এরিয়া সম্পাদক জয় চৌধুরী প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code