Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃতীয় বর্ষপূর্তি উদযাপন কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের

তৃতীয় বর্ষপূর্তি উদযাপন কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের

rail

রেলযাত্রীদের দাবী-দাওয়া নিয়ে নিরলস কাজ করে চলছে কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ। যার জন্ম দিনহাটায় হলেও মাত্র তিনবছরে তা ব্যাপক পরিচিতি ও বিস্তারলাভ করেছে। আজ এই সংগঠনের প্রতিষ্ঠাদিবস পালন করা হয় দিনহাটা কলেজ হল্ট স্টেশনে।

একইসাথে কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের তৃতীয় বর্ষ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ দিনহাটা কলেজ হল্ট স্টেশনে একটি সভার আয়োজনও করা হয়।

সংগঠনের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় সংগঠনের সদস্য, রেলযাত্রী ও রেলের পুলিশ কর্মী সকলের উপস্থিতিতে। স্টেশনে উপস্থিত যাত্রীদের কেক বিতরণ করা হয়।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ হল্ট বাঁচাও নাগরিক কমিটির সম্পাদক জয়গোপাল ভৌমিক সংগঠনের আহ্বায়ক অধ্যাপক রাজা ঘোষ, যুগ্ম আহ্বায়ক গণেশ চৌধুরী, চয়ন সরকার, সম্রাট দাস, অজিত কুমার জৈন, শ্যামল সাহা, প্রিয়া সরকার, বাপি সাহা, প্রসেনজিৎ ভৌমিক, সন্তু রায়, জিতেন রায় ও আরো অনেকে।

এদিনের আলোচনা সভায় স্মৃতিচারণের পাশাপাশি আগামীদিনে সংগঠনের কর্মসূচী বিষয়েও আলোচনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code