Book Fair: শুরু হল কোচবিহার জেলা বইমেলা ২০২৪-২৫

Book Fair: শুরু হল কোচবিহার জেলা বইমেলা ২০২৪-২৫



সোমবার থেকে শুরু হল কোচবিহার জেলা বইমেলা ২০২৪- ২৫। প্রতিবারের মতো এবছরও কোচবিহার বই মেলা উদ্বোধনের আগে সাগরদিঘী মুক্তমঞ্চের সামনে থেকে বইয়ের জন্য হাঁটুন নামে এক বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন হয়।

এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সেই সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। কোচবিহারের রাজপথ এই বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমার করে।

এদিন ফিতে কেটে বইমেলার শুভ উদ্বোধন করে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া,NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গরা।

বইমেলার উদ্বোধনের দ্বিতীয় পর্বে সাদা রঙের পায়রা ও বেলুন ওড়ানোর সাথে মনিষী পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান ও বিভিন্ন গাছে জল সিঞ্চন এর মধ্য দিয়ে বইমেলার সূচনা হয়।