Latest News

6/recent/ticker-posts

Ad Code

বন্ধ পার্ক, নষ্ট হচ্ছে শিশুদের আবেগের অনেক সরঞ্জাম

বন্ধ পার্ক, নষ্ট হচ্ছে শিশুদের আবেগের অনেক সরঞ্জাম

বন্ধ পার্ক, নষ্ট হচ্ছে শিশুদের আবেগের অনেক সরঞ্জাম



বন্ধ অবস্থায় রয়েছে বাঘা যতীন পার্ক। নষ্ট হচ্ছে শিশুদের আবেগের অনেক সরঞ্জাম। দ্রুত পার্কের সংস্কার করার আশ্বাস চেয়ারপারসনের।

একসময় শিশুদেরকে খেলার ও মনোরঞ্জন দেওয়ার জন্য বাঘাযতীন পার্ক ছিল একমাত্র ভরসা। বর্তমানে সেই পার্কটি অবহেলিত এবং বন্ধ অবস্থায় রয়েছে। বেশ কয়েক বছর ধরে বন্ধ অবস্থায় রয়েছে।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভাটিয়া বিল্ডিং এলাকায় এই বাঘাযতীন পার্ক । পার্কের উদ্বোধন করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব ।

বর্তমানে সেই পার্কটি বন্ধ অবস্থায় রয়েছে। দোলনা থেকে বিভিন্ন খেলার সরঞ্জাম সবই নষ্ট হচ্ছে। শিশুদের অনেক খেলার সরঞ্জাম নষ্ট হচ্ছে। ভেঙ্গে যাচ্ছে দোলনা থেকে ছোট দের ভিম,মটু পাতলু।

এ বিষয়ে অভিভাবকেরা বলেন, এই পার্ক শিশুদের খেলার একমাত্র জায়গা ছিল। তাই এই পার্কের সংস্কার হলে শিশুদের অনেক উপকার হবে। কারণ শিশুদের খেলার একমাত্র জায়গা এটি।

এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন বলেন খুব দ্রুত এই পার্কের সংস্কার হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code