বন্ধ পার্ক, নষ্ট হচ্ছে শিশুদের আবেগের অনেক সরঞ্জাম
বন্ধ অবস্থায় রয়েছে বাঘা যতীন পার্ক। নষ্ট হচ্ছে শিশুদের আবেগের অনেক সরঞ্জাম। দ্রুত পার্কের সংস্কার করার আশ্বাস চেয়ারপারসনের।
একসময় শিশুদেরকে খেলার ও মনোরঞ্জন দেওয়ার জন্য বাঘাযতীন পার্ক ছিল একমাত্র ভরসা। বর্তমানে সেই পার্কটি অবহেলিত এবং বন্ধ অবস্থায় রয়েছে। বেশ কয়েক বছর ধরে বন্ধ অবস্থায় রয়েছে।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভাটিয়া বিল্ডিং এলাকায় এই বাঘাযতীন পার্ক । পার্কের উদ্বোধন করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব ।
বর্তমানে সেই পার্কটি বন্ধ অবস্থায় রয়েছে। দোলনা থেকে বিভিন্ন খেলার সরঞ্জাম সবই নষ্ট হচ্ছে। শিশুদের অনেক খেলার সরঞ্জাম নষ্ট হচ্ছে। ভেঙ্গে যাচ্ছে দোলনা থেকে ছোট দের ভিম,মটু পাতলু।
এ বিষয়ে অভিভাবকেরা বলেন, এই পার্ক শিশুদের খেলার একমাত্র জায়গা ছিল। তাই এই পার্কের সংস্কার হলে শিশুদের অনেক উপকার হবে। কারণ শিশুদের খেলার একমাত্র জায়গা এটি।
এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন বলেন খুব দ্রুত এই পার্কের সংস্কার হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊