Apple: রমরমিয়ে বিক্রি হচ্ছে জাল অ্যাপেল পণ্য-ধৃত ২
অ্যাপেল এর যে কোন পণ্যের প্রতিই মানুষের দুর্বলতা লক্ষ্যকরা যায়। সে অ্যাপেলের আইফোন হোক কিংবা এয়ারপড বা চার্জার। দামও যেমন বেশি মানেও তেমনি ভালো বলেই অ্যাপেলের যে কোন প্রোডাক্টের জনপ্রিয়তা এতো বেশি।
কিন্তু সম্প্রতি অভিযোগ আসে অ্যাপেলের নামে নকল প্রোডাক্ট বিক্রির। রমরমিয়ে বিক্রি হচ্ছে জাল অ্যাপেল পণ্য। খোদ অ্যাপল কোম্পানি থেকে এই অভিযোগে নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ পুলিশ।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগ্রায় (Agra) এক দোকান থেকে আইফন (iPhone), চার্জার, এয়ারপড-সহ অ্যাপেলের বিভিন্ন পণ্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হওয়া পন্যের সবই নকল। আসলের নামে এবং দামে নকল পণ্য বিক্রির অভিযোগ পাওয়ার পরই সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে আগ্রার সৌদাগর লাইন এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালায় পুলিশের দল।
বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণ নকল অ্যাপেল পণ্য। যাদের বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তিনজন পালিয়ে যান। তাঁদের খোঁজ চলছে। আপাতত ধৃত দুইজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊