অসুস্থ বর্ষীয়ান বিজেপি নেতা তথা ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী
অসুস্থ বর্ষীয়ান বিজেপি নেতা তথা ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। আচমকা শারীরিক অবস্থার অবনতি হয় বর্ষীয়ান নেতার। এরপর তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় এমনটাই খবর।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবারই অসুস্থ হয়ে পড়েন আডবাণী। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্নায়ুরোগ বিশেষজ্ঞ বিনীত সূরির নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তাঁর শারিরীক অবস্থার খেয়াল রাখছেন। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।
অবিভক্ত ভারতের করাচিতে ১৯২৭ সালে আডবাণীর জন্ম। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের হাত ধরে রাজনীতিতে আসেন। ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন। ১৯৮০ সাল থেকে বিজেপির সভাপতি পদে ছিলেন। ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। ২০০২-২০০৪ সালে বাজপেয়ী মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী ছিলেন। ২০১৫ সালে পদ্মবিভূষণ, ২০২৪ সালে ভারতরত্ন পান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊