পশ্চিমবঙ্গ নস্যশেখ শিক্ষক পরিষদের প্রথম অধিবেশন দিনহাটায়
দিনহাটাঃ
পশ্চিমবঙ্গ নস্যশেখ শিক্ষক পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার দুপুর ২:৩০ মিনিট নাগাদ দিনহাটা মিনি বাসস্ট্যান্ড এলাকায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডক্টর বজলে রহমান, পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, জেলা সম্পাদক আবেদ মিয়া, আলতাফ হোসেন, শিক্ষক জাফর নূরে সাদিক প্রমূখ।
এদিনের এই অধিবেশনে রাজ্য তথা দেশের শিক্ষা ব্যবস্থার নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, শিক্ষা হলো সমাজের মেরুদন্ড। শিক্ষার অগ্রগতির মধ্য দিয়েই একটি সমাজ তথা দেশ এগিয়ে চলে। কাজেই সমাজে শিক্ষার প্রসার অত্যন্ত জরুরী । পাশাপাশি তারা বলেন, শিক্ষার প্রসারের জন্য শিক্ষকদের যে ন্যায্য অধিকারগুলি রয়েছে সেগুলি সুনিশ্চিত করা দরকার। এছাড়াও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিক শিক্ষাদানের পদ্ধতি সম্পর্কে তাদের সচেতন হতে হবে। তারা বলেন, সরকারি শিক্ষার প্রসার ঘটানোটা সমাজের পক্ষে মঙ্গল। সাধারণভাবে আর্থিক দিক থেকে যেসব পরিবার পিছিয়ে, তারা সরকারি শিক্ষা ব্যবস্থার উপরেই নির্ভরশীল।
এদিনের এই অধিবেশনে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকার শিক্ষক ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊