যোগী রাজ্যের ঝাঁসির হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে ১০ নবজাতকের মৃত্যু
ঝাঁসি: জতুগৃহ হাসপাতাল! অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ১০ নবজাতকের মৃত্যু যোগীরাজ্যে। গতকাল শুক্রবার রাত্রে অগ্নিকাণ্ডটি ঘটে উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের নবজাতকদের জন্য নির্ধারিত আইসিইউ বিভাগে। ১০ নবজাতকের মৃত্যুর পাশাপাশি জখম হয়েছেন আরও ১৬ জন। অগ্নিকাণ্ডের আতঙ্কের জেরে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা যাচ্ছে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও দেখা যায় উদ্ধারকার্যে এগিয়ে আসতে। জানলা থেকে তারা রোগীদের উদ্ধার করেন। পরে সেখানে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে পৌঁছন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরাও উদ্ধারকার্যে হাত লাগান।
এই অগ্নিকাণ্ডের বিষয়ে কানপুর জোনের পুলিশ সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। মৃত শিশুরা সেই সময় ইনকিউবেটরে ছিল। তিনি আরও জানান, ঘটনার সময় ৪৭ জন শিশু সেই ওয়ার্ডে ভর্তি ছিল। ঘটনার পর সেখান থেকে মোট ৩৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতরা সকলেই শিশু এবং আরও ১৬ জন আহত হয়েছেন।
রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৪৫ মিনিটের মধ্যে এনআইসিইউ ইউনিটের ভিতরে শর্ট সার্কিট হয়। এই আবহে ইউনিটের দরজার কাছে থাকা শিশুদের আগে উদ্ধার করা হয়। এদিকে ইউনিটের ভেতরের দিকে থাকা অনেককেও উদ্ধার করা হয়। তা সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে এখনও পর্যন্ত ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনায় এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি লিখেছেন, ঝাঁসি জেলার মেডিক্যাল কলেজের NICU ওয়ার্ডে আগুন লেগে শিশুমৃত্যুর ঘটনা হৃদয়বিদারক ও মর্মান্তিক। জেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাতে।
এই ঘটনার পর ক্ষতিপূরণের ঘোষণা করছে উত্তরপ্রদেশ সরকার। মৃত নবজাতকদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
পাশাপাশি, ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদিও। তিনি জানিয়েছেন, ক্ষতিপূরণ বাবদ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊