উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে বিক্ষোভ গাজোলডোবায়
উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গাজোলডোবায়। অবিলম্বে গাজলডোবার ব্যারেজ দিয়ে ইট-বালির গাড়ি চলাচল করতে দিতে হবে। সেই স্লোগান দিয়ে ট্রাক অনার অ্যাসোসিয়েশন, ওদলাবাড়ি টিপ্পার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শিলিগুড়ি টিপ্পার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পথ অপরাধ করে বিক্ষোভ।
অভিযোগ বেশ কিছুদিন আগে গাজলডোবা সেতু দুর্বল বলে হাইট বার লাগিয়ে গাজল ডোবা ব্রিজের উপর দিয়ে শুধু বালি পাথরের লরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে গাজলডোবা ব্যারেজ সংলগ্ন ওদলাবাড়ি থেকে একাধিক ঘাট থেকে রয়েলটি দিয়ে বালি পাথর নিয়ে যাওয়া হত শিলিগুড়ি জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায়। গাজলডোবা ব্যারেজ বন্ধ থাকার জন্য সমস্ত জায়গায় বালি পাথর যাওয়া বন্ধ হয়ে রয়েছে। পাশাপাশি বেকার হয়ে পড়েছে হাজার হাজার সাধারণ মানুষ। না খেয়ে দিন কাটাতে হচ্ছে সাধারণ শ্রমজীবী মানুষদের। তাই আজ বিভিন্ন ট্রাক অ্যাসোসিয়েশন ও সাধারণ শ্রমজীবী মানুষরা শিলিগুড়ি গাজলডোবা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
গাড়ির মালিক পক্ষের আরও অভিযোগ গাজলডোবা ব্যারেজে হাইট বার লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, ৬ টনের বেশি লোডের গাড়ি চলাচল করতে পারবে না। কিন্তু সেই পথ দিয়ে বড় বড় সিমেন্ট সব বিভিন্ন ভারী যানবাহন চলাচল করছে তাদের গাড়ি আটকানো হচ্ছে না কিন্তু শুধু বালি পাথরের গাড়ি আটকানো হচ্ছে বলে অভিযোগ।
প্রশাসনের কাছে তাদের আবেদন- গাড়ি চলাচল এইভাবে বন্ধ থাকায় মাস গেলে গাড়ির কিস্তি দেয়া অসম্ভব হয়ে উঠেছে। পাশাপাশি এই গাড়ির উপরে নির্ভর করে হাজার হাজার মানুষের জীবন জীবিকা ও পরিবার নির্ভর করে। তারা আজ বেকার হয়ে পড়ে রয়েছে। অবিলম্বে তাদের গাড়ি চলাচল করতে দেওয়া হোক ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊