দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল ভারত, নায়ক তিলক!  

IND vs SA


তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত করে ৬ উইকেটে ২১৯ রান। জবাবে আয়োজকেরা করল ৭ উইকেটে ২০৮। টান টান উত্তেজনার ম্যাচে ভারত জিতল ১১ রানে। আর এই জয়ে বড় ভূমিকা রাখলেন তিলক। এদিন জয়ের সাথে সাথে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

প্রথম ম্যাচে শতরান করার পর সঞ্জু স্যামসনের ব্যাটে পরপর দুই ম্যাচ কোনো রান এলো না। তিলকের দুরন্ত ১০৭ রানের ইনিংস শ্বাস দিল ভারতকে। টানা ব্যর্থতা কাটিয়ে অর্ধশতরান করলেন অভিষেক শর্মা। ব্যর্থ সূর্য থেকে যাদব এমনকি রিঙ্কুও। ব্যাটিং ব্যর্থতার মাঝেও ৮টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে৫৬ রানে ১০৭ রানের ইনিংস খেললেন তিলক। ৫০ করলেন অভিষেক। অতিরিক্ত ১৯ বাদে বাকি ভারতীয় ব্যাটারদের সম্মিলিত অবদান ৪৩!

২২০ রান তাড়া করতে নেমে ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে পরিস্থিতি নিজেরাই কঠিন করে দক্ষিন আফ্রিকা। মারমুখী ক্লাসেনও ২২ বলে ৪১ আরশদীপ সিংহের বলে আউট হলেন চাপের মুখে। ব্যাটের পর বল হাতেও হতাশ করলেন হার্দিক। মার্কো জানসেন ১৯তম ওভারে তাঁকে পিটিয়ে ২৬ রান করলেন! জানসেন ১৬ বলে ৫৪ রান করে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতরান করে ম্যাচ প্রায় বার করে নিয়েছিলেন। তবে আরশদীপের নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য সে চেষ্টা ব্যর্থ। ৩৭ রানে ৩ উইকেট নিলেন বাঁহাতি জোরে বোলার।