Akshara Singh: এবার প্রাণনাশের হুমকি পেলেন ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং

Akshara Singh



সলমন খান, শাহরুখ খানের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং (Akshara Singh)।

জানাগেছে, গত ১১ নভেম্বর মধ্যরাতে অভিনেত্রী অক্ষরার (Akshara Singh) কাছে দুটি হুমকি ফোন আসে। যেখানে তাঁকে বলা হয় আগামী ২ দিনের মধ্যে ৫০ লক্ষ টাকা দেওয়া না হলে তাঁর ভয়ঙ্কর পরিণতি হবে। মাত্র ১ মিনিটের ব্যবধানে পরপর দুটি কল আসে অভিনেত্রীর মোবাইলে।

এরপরেই অভিনেত্রীর (Akshara Singh) পক্ষ থেকে ১২ নভেম্বর পাটনার দানাপুর পুলিশ স্টেশনে অভিযোগ জানানো হয়। অভিযোগ পেতেই তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে নেমেই ইতিমধ্যেই অভিযুক্তের সন্ধান পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্তকে আপাতত ধরার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে অভিনেত্রীর জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।