Breaking: সাতসকালে হাওড়ায় লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি

Train Accident

সাতসকালে দুর্ঘটনা, হাওড়ায় লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি। দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হল ডাউন শালিমার সেকন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ শালিমার স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটে এই ঘটনা। 



সূত্রের খবর, এক নম্বর লাইন থেকে যাওয়ার কথা থাকলেও এক্সপ্রেসটি কোনও ভাবে দু'নম্বর লাইনে চলে আসে। ঘনিয়ে লাইনচ্যুত হয় এক্সপ্রেসের তিনটি বগি। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। 


সাত সকালে এই ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায়। দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে গতি কম থাকাতেই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা মিলেছে বলে মনে করা হচ্ছে।



শনিবার ভোর ৫.৩০টা নাগাদ শালিমার স্টেশনে ঢোকার সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পায় স্থানীয় মানুষজন। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পাশাপাশি, ট্রেনের ইঞ্জিনের অনেকটা অংশ লাইন থেকে বেরিয়ে যায়। জোর ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় ট্রেনটি। ট্রেনের পার্সেল বগি এবং দু'টি যাত্রীবাহী ভ্যান লাইনচ্যুত হয়। 


দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়ার, আরপিএফ এবং জিআরপি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কারণ জানতে চলছে তদন্ত।