Latest News

6/recent/ticker-posts

Ad Code

চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড বাকি, সোচ্চার চা বাগান শ্রমিকের সন্তান বিজেপি সাংসদ

চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড বাকি, সোচ্চার চা বাগান শ্রমিকের সন্তান বিজেপি সাংসদ




মঙ্গলবার জলপাইগুড়িতে অবস্থিত পি এফ অফিসে আসেন এবং চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা যাতে কোনো ভাবেই দালাল চক্রের হাতে না যায় সেই বিষয়ে পি এফ আধিকারিকদের কড়া ভাষায় সতর্ক করেন।

এই প্রসঙ্গে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, আমি নিজে একজন চা বাগান শ্রমিকের সন্তান,সেই কারনে কোনো চা বাগান শ্রমিকের পি এফের টাকা কোনো বাগান মালিক বা দালাল মেরে দেবে এটা হতে দেবো না কোনো মতেই।

অপরদিকে সাংসদের করা অভিযোগ ক্ষতিয়ে দেখার পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড আধিকারিক জানান, বর্তমানে অনলাইন পোর্টালে সমস্ত কাজ হয়, যেটা উপভোক্তা নিজেই লগইন করে প্রভিডেন্ট ফান্ডের টাকা দাবি করতে পারে। এখানে দালালের কোন ভূমিকাই নেই। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code