শীতকালীন অধিবেশনে বিল পাস হতে চলেছে রাজ্যের পার্ট টাইম শিক্ষকদের স্থায়িকরনের জন্য !



আজ পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বাড়ি কালীঘাটে স্মারকলিপি প্রদান করা হয় । আজকের এই কর্মসূচিতে PTSTEWA সংগঠনের রাজ্য সভাপতি লক্ষীকান্ত মাইতি, সহ সভাপতি প্রলয় কুমার গুড়িয়া, রাজ্য সম্পাদক সৌমেন মন্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, অবিলম্বে কলেজ পার্টটাইম শিক্ষক শিক্ষিকাদের মত এ রাজ্যের সকল বঞ্চিত স্কুল পার্ট টাইম শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের অত্যন্ত দ্রুততার সঙ্গে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শিক্ষা দপ্তরের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন করতে হবে এবং সরকারি স্বীকৃতি, মর্যাদা ও স্থায়ীকরণ করতে হবে।

রাজ্য সভাপতি লক্ষীকান্ত মাইতি জানান অত্যন্ত বেদনার বিষয় হলো, বহু স্কুল পার্ট টাইম শিক্ষক ও শিক্ষিকা তাদের কর্মক্ষেত্রে অধিকাংশ সময় কেবলমাত্র সরকারি স্বীকৃতি না থাকার কারণে লাঞ্ছিত ও অপমানিত হচ্ছেন! এবং স্কুল পার্ট টাইম শিক্ষকদের নানান অজুহাতে অমানবিকভাবে বাদ দেওয়া হচ্ছে! আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট আমাদের আবেদন ডিসেম্বর, 2024 এর মধ্যেই এই শীতকালীন অধিবেশনে স্কুল পার্ট টাইম শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সু-সম্পন্ন করার জন্য, পার্ট টাইম শিক্ষকদের জন্য বিধানসভায় বিল নিয়ে এসে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন এবং তাদের উপযুক্ত মর্যাদা দিন।

এছাড়াও আজ পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কালীঘাটের বাড়িতে জন্মদিনের শুভেচ্ছা সহ স্মারকলিপিও প্রদান করা হয় ।