জেলা শিক্ষা ভবন অভিযান ভারতের ছাত্র ফেডারেশনের



সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-

জেলা শিক্ষা ভবন অভিযান। শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন শহরে ট্যাব কেলেঙ্কারি বিষয়ে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান‌ জেলা কমিটির এই অভিযান।

আজ ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে শহরে ট্যাব কেলেঙ্কারি নিয়ে শহরের বাদামতলা হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কার্জন গেট হয়ে কোর্ট কমপাউন্ডে জেলা শিক্ষাভবনের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ করেন। পাশাপাশি জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।

ডেপুটেশনের অন্যতম দাবিগুলি হল ট্যাব দুর্নীতির বিরুদ্ধে, স্কুল ও মাদ্রাসার বকেয়া কম্পোজিট গ্রান্ড পরিষদের দাবিতে, শিক্ষক ও ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগের দাবিতে, স্কুলগুলিতে ভোটাধিকার এর মাধ্যমে স্বচ্ছ ভাবে পরিচালন কমিটির গঠনের দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় এদিন।