গাজোল থানার আইসিকে ‘ক্লোজড’ করল জেলা পুলিশ

Gajol ps ic


মালদহের গাজোল থানার আইসি ক্লোজড করলো জেলা পুলিশ। গাজোল থানার আই সি চন্দ্রশেখর ঘোষালকে ক্লোজ করার নির্দেশ। তাঁর জায়গায় আপাতত গাজোল থানার আইসি-র দায়িত্ব সামলাবেন দেবব্রত চক্রবর্তী।

জানা যায়, পুকুরের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত হয় গাজোলের আকালপুর এলাকা। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন শ্যামপুর গ্রামের বাসিন্দারা। একাধিক বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যেতে হয় ডিএসপির নেতৃত্বে বাড়তি পুলিশ বাহিনীকে। এই ঘটনার পরপরই ক্লোজ করা হলো থানার আইসিকে।

পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, সংশ্লিষ্ট থানার আইসি’র বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। বিভিন্ন দিক খতিয়ে দেখে অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন রিপোর্ট জমা দেয় জেলা পুলিশ সুপারের কাছে। এরপরেই এই সিদ্ধান্ত।