জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ মহিলা সহ জখম ২০
জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ মহিলা সহ জখম ২০। ফাগুগজের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের ৩নং হাঁসখালি গ্রামের ফাগুগজ এলাকায় ১৬ কাটা চা বাগান এর দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। নুর আলমের অভিযোগ তিন পুরুষ ধরে আমরা এই জমি ভোগ দখল করে আসছি। গত কয়েক বছর ধরে শরিকেরা এই জমি নিয়ে বিবাদ চালিয়ে আসছে। এ বিষয়কে কেন্দ্র করে ইসলামপুর আদালতে কেস করা হয়। তা সত্ত্বেও আজ জোর পূর্বক জমিতে ধারালো অস্ত্র নিয়ে দখল করতে গেলে আমরা বাধা দেই তখনই তারা আমাদের লোকজনের উপরে হঠাৎ আক্রমণ চালায় এই ঘটনায় আমাদের ১০ জন গুরুতর জখম হয়।
যদিও পাল্টা অভিযোগ মজিরুদ্দীন এর। তিনি বলেন আমরা ১৯৭৭ সালে আমরা এই ১৬ শতক জমি কিনে নেই এবং ভোগ দখল করে আসছি। তার সমস্ত দলিল, রেকর্ড আমাদের কাছে আছে। আমরা আজকে জমিতে হাওয়াই করতে গেলে নুর আলম এবং তার দলবল আমাদের উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এর ফলে আমাদের ১০-১২ জন গুরুতর জখম হয়। তাদের মধ্যে চারজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রকৃত ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊