ছাত্র-ছাত্রী যেন নতুন ভাবে স্বচ্ছ সমাজ গড়তে পারে NSS প্রোগ্রামে তারই বার্তা দিলেন বিশিষ্টজনেরা 

Tripura news



তেলিয়ামুড়া:-

ছাত্র-ছাত্রী সমাজকে নতুন ভাবে স্বচ্ছ সমাজ গড়ে তুলতে পারে। নেশা মুক্ত ত্রিপুরা, বাল্য বিবাহ রোধ, যান দুর্ঘটনা রুখতে সচেতন করা। মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা আঠারোমুড়া পাহাড়ের মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সাত দিনব্যাপী এন.এস.এস অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন। সাতদিন ব্যাপী এন এস এস প্রোগ্রামে উদ্ভোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপস্থিত কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক পরিমল মজুমদার, মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন।



মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএসএস ইউনিট সাত দিনব্যাপী প্রোগ্রামের উদ্বোধন করেন ২৯ কৃষ্ণপুর বিধানসভার কেন্দ্রের বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা। পরে বিদ্যালয়ের গৃহে গাছের গোড়ায় জল দান করে সাত দিনব্যাপী এনএসএস ইউনিট ক্যাম্পের সূচনা করে। সাত দিনব্যাপী এন এস এস ইউনিট ক্যাম্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা কি কি শিখতে পারে সে বিষয়ে আমন্ত্রিত অতিথিরা আলোচনা করেন। 


বিশেষ করে বক্তারা আলোচনায় করতে গিয়ে নেশা বিরোধী সমাজ গড়ার আহ্বান রাখেন ছাত্র-ছাত্রীদের প্রতি। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন , সমাজকে স্বচ্ছ এবং সুস্থ রাখতে গেলে ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসে একান্ত প্রয়োজন। বিশেষ করে ড্রাগন, ইয়াবা ট্যাবলেট সহ নানা নেশা সামগ্রী বর্জন করে সুস্থ সমাজ ব্যবস্থা গরে তোলার জন্য এন এস এস ইউনিট ছাত্র-ছাত্রীদের সামাজিক সচেতনা মূলক শিবিরে অংশগ্রহণ করতে হবে। এছাড়াও এই দিন তিনি বিদ্যালয়ের থ্রিডি প্রিন্টিং লেব পরিদর্শন করেন।