বিজেপিকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করতে হবে- মোশারফ হোসেন


mosharaf-hossain-at-sitai


সিতাই:

প্রয়োজনে বিজেপিকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করতে হবে। সিতাই বিধানসভা উপনির্বাচনের প্রচারে এসে মাতালহাটে বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হোসেন।

এদিন প্রচারে এসে মোশারফ হোসেন উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী বলে জানান।

পাশাপাশি বিজেপিকে ভোট ছাড়া অন্য কোন সময় মাঠে দেখা যায় না এমনটাও কটাক্ষ করেন। তিনি আরও বলেন বিজেপি মানেই ভাঁওতাবাজ, অপরদিকে তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে থেকে দল পরিচালনা করে। প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায় সবার কথা বিচার বিবেচনা করে দল করে থাকেন, কোন শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে হারায়।

বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে সিতাই বিধানসভা উপনির্বাচনে সংগীতা রায় জয়লাভ করতে চলেছে বলেও জানান তিনি।