Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঋণ থেকে বাঁচতে অভিনব কৌশল, ভাড়াটে বন্ধুকে দিয়ে নকল ছিনতাই, গ্রেফতার দুই

ঋণ থেকে বাঁচতে অভিনব কৌশল, ভাড়াটে বন্ধুকে দিয়ে নকল ছিনতাই, গ্রেফতার দুই

Novel strategy to escape debt, fake robbery with tenant friend, two arrested



ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়, জলপাইগুড়ি জেলার বানার হাট থানা এলাকার ব্যবসায়ী সমীর সরকার সিসি ক্যামেরার ফুটেজ সহ থানায় লিখিত অভিযোগ করেন যে কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে তার অফিসে চড়াও হয়ে নগদ টাকা লুঠ করে নিয়ে গিয়েছে।

অভিযোগ পেয়েই সক্রিয় হয়ে ওঠে বানার হাট সহ জেলা পুলিশ। তবে তদন্ত যতই এগোতে থাকে ঘটনা নিয়ে সন্দেহ বাড়তে থাকে তদন্তকারী পুলিশ অফিসারের ।

এরই পরেই আত্মপ্রকাশ করে অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাই এর শুটিং পর্বের। পুলিশের তদন্তের জালে যে ক্রমশ নিজেই জড়িয়ে যাচ্ছেন সেটা উপলব্ধি করতে পারেন অভিযোগকারী সমীর সরকার।

অবশেষে বুধবার নিজের করা এক ভিডিও বার্তায় অভিযোগকারী নিজেই স্বীকার করেন, সম্পূর্ণ ঘটনাটি সাজানো , ঋণের চাপ কমাতে জলপাইগুড়ি থেকে এক ভাড়াটে বন্ধুকে নিয়ে এসে চলে এই শুটিং পর্ব।

এই প্রসঙ্গে বুধবার জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খণ্ডবাহালে জানিয়েছেন নকল ছিনতাইয়ের নাটক করে জনমানসে চাঞ্চল্য সৃষ্টি সহ অন্যান্য অভিযোগে সমীর সরকার এবং তার ভাড়াটে বন্ধু মেঘলালকে গ্রেফতার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code