Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা হাসপাতালের রোগীকে ভয় দেখিয়ে নার্সিংহোমে ভর্তি ! জড়িত মহিলা চিকিৎসক !

দিনহাটা হাসপাতালের রোগীকে ভয় দেখিয়ে নার্সিংহোমে ভর্তি ! জড়িত মহিলা চিকিৎসক !

Dinhata Hospital admitted to the nursing home by scaring the patient


দিনহাটা: 

দিনহাটা মহকুমা হাসপাতালের এক রোগীকে এবং তার পরিবারকে ফুসলিয়ে দিনহাটার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করার অভিযোগ উঠল হাসপাতালের কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের বিরুদ্ধে। আর গোটা ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিস্তারিত লিখে নিজের ক্ষোভ উপড়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। 

মন্ত্রীর সেই পোষ্টের পরেই দিনহাটা মহকুমা হাসপাতাল পরিদর্শনে যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। পরিদর্শনে গিয়ে হাসপাতালের একাধিক অবস্থা  নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারাও। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রী লেখেন দিনহাটার এক মহিলা চিকিৎসক কোন এক রোগীকে কানে কানে বলে তার পেটের বাচ্চার অবস্থা খুব একটা সুবিধার নয়, দ্রুত প্রসব করাতে হলে রোগীকে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হবে। আর এই কথা শোনার পর সেই রোগীর পরিবার দিনহাটার একটি বেসরকারি হাসপাতালে তাদের রোগীকে নিয়ে আসে এবং সেখানে ২২ হাজার টাকার বিনিময়ে রোগীর অপারেশন হয়। 

হাসপাতালের রোগী বেসরকারি নার্সিংহোমে ভাগিয়ে নিয়ে আসার কথা মন্ত্রীর কানে পৌঁছাতেই তিনি সেই বেসরকারি হাসপাতালের মালিককে ফোন করেন এবং যে চিকিৎসক সেই রোগীর অস্ত্র পচার করেছে তাকেও ফোন করেন এবং মন্ত্রী নির্দেশ দেন রোগীর কাছ থেকে যেন একটি টাকাও নেওয়া না হয়। 

এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গতকালের এই ঘটনার পরেই আজ দিনহাটা মহকুমা হাসপাতাল পরিদর্শনে যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা ছাড়া উপস্থিত ছিলেন অনেকেই। আর সেখানে গিয়ে তারা হাসপাতালে চরম অব্যবস্থার কথা নিয়েও সরব হন। 

দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল জানান তারা যেসব অভিযোগ করেছে সেগুলির খোঁজখবর নেওয়া হচ্ছে এবং দ্রুত পরিষেবা আরো কিভাবে ভালো করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code